আমাদের কথা খুঁজে নিন

   

কিন্তু দেশ সামনের দিকে না পিছনের দিকে যাচ্ছে আপনারাই বলুন?

নাজমুল ইসলাম মকবুল

চেংও উজাই ব্যাঙও উজাইন খইয়া পুটি তাইনও উজাইন। সিলেটের আঞ্চলিক ভাষার প্রবাদটি মনে পড়ে গেল এই ভেবে যে, বর্তমান ক্ষমতাসীন সরকারের কিছু পাতিনেতার হাল হকিকত চাল চলন নর্তন কুর্দন দেখে। বিএনপি তথা চারদলীয় জোট সরকারের বেশ কিছু ভুলের মাশুল তারা পেয়েছে এবং এসবের বোঝা বহন করেছে বা করছে গোটা জাতি সর্বোপরী তাদের দলও। তাদের তথা সকল রাজনীতিবিদদের উচিত শিক্ষা দিতে বিদেশের তাবেদার জরুরী সরকার দুই বছর দেশ চালালেও তেমন একটা সুবিধা করতে পারেনি কতিপয় রাগব বোয়ালদের সাময়িক পাকড়াও করা ছাড়া। মানুষ অনেক আশা ভরসা নিয়ে আওয়ামী লীগ সরকারকেও ভোট দিয়ে ক্ষমতায় বসালেন দেশের চাকা সামনের দিকে এগুনোর আশা নিয়ে। কিন্তু দেশ সামনের দিকে না পিছনের দিকে যাচ্ছে আপনারাই বলুন? টেন্ডারবাজি কতটুকু কমেছে? প্রকাশ্যে রাজপথে কিংবা যত্র তত্র মানুষ খুন কতটুকু কমেছে? ঘুষ দুর্নীতি ছিনতাই হাইজ্যাক ইভটিজিং কতটুকু কমেছে? দলবাজি গলাবাজি লুন্টন চর দখল নদী দখল কতটুকু কমেছে? থানার দালালি কতটুকু কমেছে? .......................... ........................... ..........................? আরও অনে.............................ক অনে......................................ক প্রশ্ন আছে যা কতটুকু কমেছে? আপনারাই বলুন............?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.