দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন।
ছাত্রজীবন সবার নাকি
কাটে দারুন সুখে,
ছাত্র হয়ে সুখরে খুঁজি
এই জীবনের বুকে।।
সুখরে খুঁজি সকাল বেলার
মজার ঘুমের ভিতর,
সপ্নে দেখি বলছে বাবা
ঘুমায় আমার ইতর।।
সপ্ন ছাড়া বাস্তবে ভাই
আছে অনেক খোঁটা,
বড় আপা দেখলেই বলে
কিরে! মাথা মোটা।।
এতো গেলো, ঘরের জ্বালা
বাইরে আছে আরো,
বড় ভাইরা শাষিয়ে বলে
টাংকি নাকি মারো!!
সব জ্বালা ভাই যায় যে ভোলা
পরীক্ষাটা বাদে,
পরীক্ষাটা আছে বলেই
ছাত্র জীবন কাঁদে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।