দুঃখের মাঝে জন্ম আমার পাইনি সুখের সাড়া, দুঃখ আমার জীবন সাথী আমি সর্বহারা। ...
কষ্ট আমার...........রোমি খান
একমাত্র ছেলে হয়েও আজ আমি বাবা মা,বোনদের কাছ থেকে অনেক দুরে। মাঝেমাঝে মনেহয় বাবা মা আমাকে ভালই বাসেনা,কথাটা বিশ্বাস করতে গিয়ে সবারই মনে প্রশ্ন জাগে একটা মাত্র ছেলেকে কেন
বাবা মা ভালবাসবে না?কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য এটাই যে,আমার বাবা মা আমাকে ভালবাসেনা। যখন কোন ব্যক্তি আমার সাথে কিছুদিন মেলামেশা করে শুধু তখনই সে জানতে ও বুঝতে পারে যে,সত্যিই আমার বাবা মা আমাকে ভালবাসেনা। আমি অনেক পরিবারে দেখেছি তিনজন চারজন ছেলে থাকার পরেও বাবা মা ওদের দুরে সরিয়ে রাখতেন না।
অনেক বড় বড় অপরাধ তারা ক্ষমা করতেন। ছেলে অন্যায় করেছে বলে পুলিশ ধরে নিয়ে গেছেন,তবুও বাবা তাকে ছাড়িয়ে আনতেন।
প্রয়োজনে বাবা সম্পত্তি বিক্রি করতেও দ্বিধা করতে না। ছেলে মরণ নেশায় আক্রান্ত তবুও ছেলেকে নিজেদের ভালবাসা থেকে বন্চিত করতেন না।
আমিই হয়তো পৃথিবীর প্রথম ও একমাত্র দূর্ভাগ্যবান ব্যাক্তি যে ঐসমস্ত খারাপ কাজগুলো না করেও বাবা মার ভালবাসা থেকে বন্চিত হয়েছি।
আমার অপরাধ এটুকুই ছিল,আমি রাজনীতি করতাম। বি.কম পর্যন্ত লেখাপড়া করে আর বসে থাকিনি। করে গেছি একেরপর এক ব্যবসা। কিন্তু ভাগ্য যখন খারাপ হয় তখন সব দিক থেকেই হয়। কোন ব্যবসায় উন্নতি করতে পারিনি।
এটাকি আমার দোষ?
আর যদি এতে আমি দোষী হয়েই থাকি তবে,
এই দোষ কি ক্ষমা যোগ্য না?
ব্যবসায় উন্নতি না করতে পারলেও বাবার টাকাতো নষ্ট করিনি!
সর্বশেষে আমি আমার চাচার অসামাজিক কার্যকলাপ যুক্ত এমন একটি আবাসিক হোটেলকে অসামাজিক কার্যকলাপ মুক্ত করার অঙীকার করে অগ্রীম টাকা জামানত দিয়ে ভাড়া নিলাম। এরপর থেকে আমি শত্রু হয়ে গেলাম প্রশাসন আর এলাকার সন্ত্রাসীদের। কারণ হোটেল অসামাজিক কার্যকলাপ মুক্ত হওয়াতে পুলিশ প্রশাসন আর সন্ত্রাসীদের মাসিক চাদাঁর পরিমাণ কমে গেছে।
আমাকে বিনাঅপরাধে গ্রেফতারও করাহয়। মোবাইল ফোনে সন্ত্রাসীদের হুমকি আসা থেকে শুরু করে আমাকে মেরে ফেলার জন্য আমার বাড়ী পর্যন্ত চলে আসে।
কোন উপায় না পেয়ে পালিয়ে বেড়ালাম দীর্ঘ একবছর। এটুকুই ছিল আমার অপরাধ।
অপরাধ না করেও নিজেকে দোষী মনে করে বলছি,আমার এই অপরাধ কি ক্ষমাযোগ্য না ? দীর্ঘ এক বছর নিজের কোন আয় না থাকার পরেও বাবা মা আমাকে সাহায্য করেনি।
আমার সাথে ভাল ব্যবহার করেনি।
আমি কি খেয়ে বেচেঁ আছি জানতে চায়নি।
তবে আমি কি ভাবতে পারিনা আমার বাবা মা আমাকে ভালবসেনা?
আমি কি ভাবতে পারিনা আমি তাদের নিজের সন্তান কি-না?
আর পৃথিবীরর বুকে যতদিন বেচেঁ থাকবো ততদিনই থেকে যাবে
........................................................................কষ্ঠ আমার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।