সান্ধ্যকালীন কোর্স বাতিল মানে কারো শিক্ষার সুযোগ কেড়ে নেয়া
ফিজিক্যালি তোমাকে পাই নাই
আকাশের দিকে তাকিয়ে
দূরের চাঁদ দেখে
মনে মনে তোমাকে চুমু খাই।
ভাবখানা-এই আমি নই তার
সূর্য ওঠে, অস্ত যায়
দিন আসে, রাতও যায়
ঘিরে রাখো আমায়-ও আলো, ও আমার অন্ধকার।
বল, শোন, শোনাও-কেউ কারো না
চাঁদ-পৃথিবীর কোলাকুলি কেউ দ্যাখে নাই
বলতে পারো সূর্য-পৃথির আত্মীয়তা নাই
একটু বলো, চাঁদ-সুরুজ মুখ ঘুরিয়ে ক্যান দূরে রয় না ?
কত দূরে থাকে চাঁদ
পৃথিবীতে হলে রাত ?
রাত্রি হলেই পৃথিবী
সূর্য ছাড়া থাকে কি ?
০৭/১০/১০।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।