আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছের’ই বাতাসে

!!!

‘একমুঠো গান’ নামে ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার একটি দ্বৈত এ্যালবাম তৈরি করেছিলেন। এ্যালবামের গানগুলি জনপ্রিয়তা পেয়েছিল খু্ব। সম্প্রতি একটি মিক্সড এ্যালবামে দু’জনে আর একটি গান করেছেন। ফাহমিদা - বাপ্পার রোমান্টিক গানে রসায়নতো এককথায় চমৎকার আর সাথে বাপ্পার মিউজিক কম্পোজিশন গানটিকে করে তুলেছে অসম্ভব শ্রুতিমধুর। শুনে দেখুন।

ভাল লাগবে। _______________________ ইচ্ছের’ই বাতাসে মেঘলা দিন আসে উতলা এই আমি কার কী যায় আসে জলে কি হারাবে? বরষা উড়ু উড়ু মন তুমি কি হাত বাড়াবে? উতলা এই মন কী ভাবে সারাক্ষণ তুমি কি মনটা বুঝ? বাহিরে ভিতরে কি যে আগুন জ্বলে এমন’ই মন কি খোঁজ? মেঘে মেঘে চেয়ে উতলা মনটা আমিও আছি যেন সে মেঘের’ই আশেপাশে। । শ্রাবণে শ্রাবণে বরষা গোপনে এসে কি যাবে চলে? কিসের’ই কারণে উড়ে যায় সুধাবো কখনও দেখা হলে উড়ে উড়ে মেঘ ভেজাবে মনটা আমিও আছি যেন সে মেঘের’ই আশেপাশে। ।

____________________________ টাইটেল: ইচ্ছের'ই বাতাসে এ্যালবাম: ফড়িং তথ্য ও ছবি: নেট থেকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।