আমাদের কথা খুঁজে নিন

   

বাতাসে শুনি ...

আমার ভিতর তুমি থাকো আমি কোথায় রই, আমি না থাকিলে তোমার থাকার জায়গা কই?

অসতর্ক আত্ববিশ্বাসের কালে বৈরীদের ঘন ঘন আঘাতে মা বাসুদার অঙ্গ জুড়ে বাড়ছে বিভত্স সমাধি, গোলাঘরে মাকড়সার চিরস্থায়ী বন্দোবস্ত গেরস্তের দীর্ঘ নিঃস্বাস। বুজুর্গ কারিগর তাই, তোমার অশ্রান্ত হাতের সৃষ্ট অসংখ্য পরশ্রীকাতর ফসল উঠেছে আত্মসভরি মেলার পণ্যরুপে! চিরান্ধ মহাজনেরা মূল্যহ্রাসের তীব্র আকর্ষনে সাজিয়েছে সেই পণ্যের পসরা খরিদা পণ্যে ভোগের পাতের দাম্ভিক বাহার! ছড়ানো যত পণ্য ভোগের সুত্রে সাজানো চিতা কাউকে পোড়ায় এবং নিজেরা পুড়ে হয় ছাই, পথিকের নির্মোহ দৃষ্টিতে চিল শকুনীর অতৃপ্ত হুল্লোড! বাতাসে শুনি সুহৃদের বোথের শব্দমালা .... নমস্য বুজুর্গ কারিগরের নির্দেশিত পথ ধরে পশ্চিমের ডুবুডুবু আলো আর দুধারের ফ্যাকাশে সবুজের সমস্বরে আত্ম নিমগ্ন ঐতিহ্যের মূল্যবোধে এগিয়ে চলে শহীদানের উত্তরসূরী!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।