বেঁচে আছি সপ্ন নিয়ে....................
সকাল খেকেই ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। কাল রাতের প্রচন্ড বর্ষণের পর আজ এই অবস্হা। রাতে মেঘের তর্জন গর্জন আর বৃষ্টির বন্য উগ্রতা শুনে মনে হয়েছে সে বুঝি আর থামবে না কখনো। কিন্তু ভোর রাতের দিকে ক্লান্ত হয়ে অনেকটা রণে ভঙ্গ দেবার মতই সে ক্ষীণ হতে শুরু করেছে। এখন সে অনেকটাই শান্ত।
ডাইনিং থেকে নাস্তা সেরে মতিনকে বললাম চা টা আমার রুমে দিতে। চা এলো একটু পরেই।
রাতে বেশ ঠান্ডা পড়েছে। তারপর ও এসি টা লো স্পীডে অন করে রেখেছি। শীতের হাত থেকে বাঁচবার জন্য ভোরের দিকে একটা কাঁথা বের করেছিলাম।
এখন সেটা কোমর পর্যন্ত বিছিয়ে আধশোয়া অবস্হাতেই গরম চায়ে চুমুক দিলাম।
পাশের দেয়ালে ঝোলানো ঘড়িটার দিকে অবচেতন মনেই আরেকবার তাকালাম। ৮ টা বেজে ১০ মিনিট। এখনো সময় আছে। আজ আমার জন্য একটা বিশেষ দিন।
World Bank এ আজকে আমার interview। ছোটবেলা থেকেই আমি সবসময় এমন একটি দিনের জন্যই অপেক্ষা করে ছিলাম। আজকে আমার সেই স্বপ্ন পূরণের দিন। আজকে সকাল থেকেই কেন জানি নীলিমার কথা মনে পড়ছে বার বার। ........চলবে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।