নশ্বর পৃথিবীতে ভালো মানুষদের ঠাঁই হয় না। তার অনন্য দৃষ্টান্ত হাজির করে দিয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিলেন স্বর্গীয় মিজানুর রহমান। আমরা পত্রিকা খুললেই দেখতাম বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের ছাত্রীদের সাথে অশোভনীয় আচরনের সংবাদ, শিক্ষক কর্তৃক ছাত্রী নির্যাতনের কাহিনী, মিজানুর রহমানের মত মানুষেরা আমাদের আশার আলো দেখিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা স্যারের মত শিক্ষার্থীদের জন্য তিনি জীবন দিলেন।
তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তাতে শিক্ষকসমাজের মর্যাদা কিছুটা হলেও পুনরায় প্রতিষ্ঠিত হল।
ঘুনে ধরা এ সমাজ ব্যবস্থায় তিনি রাস্তা দেখিয়ে গেছেন কীভাবে বাঁচতে হবে, কীভাবে প্রতিবাদ করতে হবে।
গ্রেফতারকৃত এই লম্পটকে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর দাবি জানাচ্ছি। তার সম্মানে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কালোব্যাজ ধারন করা যেতে পারে। আমরা এভাবে কোন নীতিবান শিক্ষক কে হারাতে চাইনা। কষ্ট পাব তখনই যখন আইনের কোন ফাক- ফোকর কিংবা সরকারি কোন মদদে যদি খুনীরা ছাড়া পেয়ে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।