এই ব্লগের যাবতীয় কর্মকান্ড জুনায়েদ খানের অনুর্বর মস্তিষ্কের অহেতুক পাগলামি ! বৈ কিছু নয়। টেবিল ফ্যানটা অনেকদিন থেকে জ্বালাচ্ছে। সুইচ অন করার অনেকক্ষণ পর আস্তে আস্তে ঘোরা শুরু করে। তাও আবার ম্যানুয়ালি স্টার্ট দিতে হয়। এজন্য খাঁচাটাও খুলে ফেলে দিয়েছি। ডাক্তার দেখালে কিছুদিন ভালো থাকে ঠিকি কিন্তু কয়েকদিন পর যে আর সেই! ঘুরে দিলেও ঘোরে না! কিছুদিন আগে আবার ডাক্তার দেখালাম। ডাক্তার যথারীতি দু’মিনিটেই ঠিক করে দিল! এবার বিষয়টা ধরে ফেললাম! আমার ফ্যানটা বস প্রকৃতির ফ্যান! তেল না দিলে ঘুরতে চায় না! তার ঘুর্ননইচ্ছা পুরোপুরিই তেলের উপর নির্ভরশীল! এখন আর ডাক্তার দেখাই না! তেল এনে রেখেছি! বস রাগ করলেই তেল ঢালি! কিছুক্ষণ আগেও বস রাগ করেছিলেন! একটু তেল দিতেই সেই স্পিডে ঘোরা শুরু করে দিয়েছে! জয়তু তেল...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।