আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগ--সেনাবাহিনীকে নিয়ে এইরকম খেলার মানে জানেন তো?

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
বর্তমান আওয়ামী লীগ সরকার তাদের যাত্রা শুরু করে বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকষ অফিসার হত্যা আর সীমান্তরক্ষী বাহিনী বিডিআরকে পঙ্গু করার মধ্য দিয়ে। আওয়ামী লীগের বর্তমান এমপি ফজলে নূর তাপস এর উপর সেনাবাহিনীর বিক্ষুদ্ধ একদল সদস্য হামলাও করেছিল এ ঘটনার উপর । সরকারী ভাবে বিকৃত করা হয়েছে মূল তদন্ত রিপোর্ট, প্রকৃত তদন্তে বের হয়ে আসা আওয়ামী লীগের সদস্যদের আড়াল করতে । আজকের প্রথম আলো প্রকাশিতঃ জমি কেনা নিয়ে পুলিশ-র‌্যাবের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ * গুলি* উত্তাল রূপগঞ্জ, সেনাক্যাম্পে আগুন এই খবরের দুটো অংশের দিকে লক্ষ্য করা যাকঃ গুলি প্রসঙ্গে সেনাবাহিনীর পক্ষে বলা হয়েছে, উচ্ছৃঙ্খল গোষ্ঠী সেনাবাহিনীর অস্থায়ী অফিসে (ক্যাম্প) আক্রমণ করে। এ সময় সেনাসদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাবশত কয়েকটি গুলি বেরিয়ে যায় ইছাপুরা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম অভিযোগ করেন, এখানে জমির বর্তমান বাজারমূল্য ৩০ থেকে ৭০ লাখ টাকা বিঘা।

অথচ এই জমি ১৪-১৫ লাখ টাকা বিঘা দরে বিক্রি করতে বাধ্য করা হচ্ছিল। কারা বাধ্য করছিল, জানতে চাইলে তিনি বলেন, সেনাবাহিনীর নাম ভাঙিয়ে কিছু দালাল তাঁদের জমি কম দামে বিক্রি করতে বাধ্য করত। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী ও স্থানীয় আওয়ামী লীগের আরেক নেতা তারেক এই চক্রের হোতা। বিডি নিউজের খবর: প্রকল্পের জন্য কম দামে জমি বিক্রি করতে কয়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী ও তারেক জমির মালিকদের চাপ দিয়ে আসছিলো। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে এলাকায় উত্তেজনা চলছিলো।

১৫ জন গুলিবিদ্ধ হবার এ ঘটনায় আওয়ামী লীগ তাদের রক্তের স্বভাবমতই ইতিমধ্যেই স্বয়ং খালেদা জিয়া জড়িত বলে বিবৃত দিয়েছেন। রাষ্ট্রপতি কর্তৃক বরাদ্দকৃত সেনাবাহিনীর বাড়ী থেকে খালেদা জিয়াকে বের করতে আওয়ামী লীগ এখন দিন গুনছে মাত্র। আমার শুধু একটাই প্রশ্ন, আওয়ামী লীগ--এসবের পরিণতি কি হতে পারে?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.