আমি তোমায় বুঝেছি সমগ্র বুঝহীনতার ভেতর দিয়ে।
উত্তুরে হাওয়া তুই এলি বলে
মাছের দল ডাঙ্গায় মাতাল,
কি অপূর্ব শূন্যতায় ধুয়ে গেছে জোছনা আর বন
ঝাঁকে ঝাঁকে জোনাক বাশবনে-
বাতাবী লেবুর সুবাসে মুছে দেয়
আলো আর আধারের পথরেখা।
সেদিনের দুরন্ত পাখি এক
হঠাৎ নদীর জলে
দৃষ্টিহীন বিহবলে
নিজের ছায়ার মাঝে
ডেকে আনে রোদ বৃষ্টি আর দূর আকাশের তারা।
মাছ আর উত্তুরে হাওয়া দুই ভাই বোন
কখনো হাসে কখনো কাঁদে।
শব্দের ফানুস একদিন ওড়ে
কবি এবঙ কবিতায়
জেগে ওঠে শব্দের শহর।
ছবিটি একেঁছেন ফরিদা জামান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।