শুভ'র কারখানা
‘ঘেটুপুত্র কমলাই হবে আমার শেষ ছবি। ’ নিশ্চয় আশ্চর্য হচ্ছেন হুমায়ূন আহমেদের ভক্তরা? এ রকমই একটি ঘোষণা তিনি তাঁর নতুন ছবি ঘেটুপুত্র কমলার মহরত অনুষ্ঠানে দিয়েছেন।
আজ শনিবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে ছবিটির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, আবুল খায়ের গ্রুপের পরিচালক (ব্র্যান্ড) নওশাদ করিম, শিক্ষাবিদ মনজুরুল ইসলাম, ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছবির শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সবাই হুমায়ূন আহমেদকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান।
হুমায়ূন আহমেদ বলেন, ‘লেখালেখি করে যে আনন্দ পাই, ছবির কাজ করে এখন আর সে রকম মজা পাই না। অবশ্য শুরুতে ছবি তৈরি করে লেখালেখি করার মতোই আনন্দ পেতাম। এখন আর তা পাচ্ছি না। ছবি তৈরির জন্য যে পরিমাণ ধৈর্য থাকা প্রয়োজন, সেটা এখন আমার নেই বলে মনে হচ্ছে। তাই ছবি তৈরি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
’
তবে অনুষ্ঠানের একেবারে শেষে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আশ্বাসও পাওয়া গেছে এই জনপ্রিয় নির্মাতার কাছ থেকে। ২৫ অক্টোবর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ঘেটুপুত্র কমলার শুটিং শুরু হবে।
অনেক দিন আগে ‘একজন শৌখিনদার মানুষ’ নামে একটি গল্প লিখেছিলেন হুমায়ূন আহমেদ। তখন থেকেই তিনি মনে মনে চিন্তা করেছিলেন গল্পটা নিয়ে ছবি করবেন। এখন সেটি চলচ্চিত্রের রূপ নিচ্ছে।
২৫ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ায় ছবিটির শুটিং শুরু হবে।
হুমায়ূন আহমেদ জানালেন, প্রায় ১৫০ বছর আগে হবিগঞ্জ জেলার জলসুখা গ্রামে এক বৈষ্ণব আখড়ায় ‘ঘেটুগান’ নামে নতুন এক সংগীতের ধারার প্রচলন হয়েছিল। মেয়ের পোশাক পরা কিছু রূপবান কিশোর নাচগান করত। এদেরই নাম ঘেটু। গান হতো প্রচলিত সুরে, তাতে উচ্চাঙ্গ সংগীতের প্রভাব ছিল স্পষ্ট।
অতি জনপ্রিয় এ গানে একসময় অশ্লীলতা ঢুকে পড়ে। এখন আর এ গান শোনা যায় না। পরে সমাজের বিত্তবান লোকেরা ওই কিশোরদের যৌনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠত। দেখা গেছে, একসময় সামাজিকভাবে বিষয়টা স্বীকৃতিও পেয়ে যায়। এদিকে শৌখিন মানুষের স্ত্রীরা এসব ঘেটুপুত্রকে সতীন হিসেবে দেখতেন।
এই ঘেটুগান এবং এর সংশ্লিষ্ট ব্যক্তিদের গল্প নিয়ে তিনি তৈরি করছেন চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা। কলাকুশলী নিয়ে হুমায়ূন আহমেদ বেশ আশাবাদী। তিনি বলেন, ‘এবার আমি বেশ কিছু তরুণ প্রতিভাবান নিয়ে কাজ শুরু করছি। যারা খুবই উদ্যমী ও পরিশ্রমী।
--------------Thanks to prothomalo and Juel vai(chief assistant director of sir)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।