আমাদের কথা খুঁজে নিন

   

দিয়া আসিলাম without preparation এ পরীক্ষা

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

আমার বাবা আমারে কয়েকদিন ধইরা ভাল মত ধরসে । আমিও এতে মহা আনন্দিত । তার কথার উত্তর এ শুধু সম্মতি দিয়া যাই । কিছু তেমন বলি না । আব্বা আমাকে বলে এত ব্যাংক এ পরিক্ষা দিলা কিন্তু হয় না কেন ।

বি সি এস ৩০ তম পরীক্ষা দিলা ওখানেও তো হইলা না । কি ব্যপার ?? একটাতেও হতে পারছো না কেন?? আমি কিছু না বলে তার দিকে তাকিয়ে থাকি । আর মনে মনে বলি without preparation এ পরীক্ষা দিলে কি কেউ চান্স পায় ? এটা অবশ্য আব্বা কে বলি না । আমার বড় ভাইও আব্বার সুরে কথা বলে ইদানিং । সবাই আমারে নিয়া শংকিত ।

আর এ দিকে আজকে শনিবার পরীক্ষা দিয়া আসলাম ASSITANT OFFICER (CASH), BASIC BANK LTD. এ । কেন্দ্র ছিল নটরডেম কলেজ়ে । এই প্রথম without seat planning এ কোন ব্যাংক এর পরীক্ষা দিলাম । মাত্র ১ সপ্তাহ আগে admit card এসেছিল বাসায় । কিন্তু মজার ব্যপার হল আমি কবে আর কখন এই পদে apply করেছিলাম আমার তা মনে নাই ।

বেশ আগেই হয়ত দিয়েছিলাম । বলতে পারেন, without preparation এ পরীক্ষা বেশ ভাল হয়েছে । ১০০ এর mark MCQ ছিল আর সময় ১ ঘন্টা ২০ মিনিট । যদিও admit card এ ২ ঘন্টা লেখা ছিল কিন্তু স্যাররা এসে জানাল যে, যেই প্রশ্ন এসেছে তাতে ১ ঘন্টা ২০ মিনিট এর বেশি লাগবে না । তাই এটাই ঠিক সময় ।

তা আপনারা কেউ কি দিয়েছেন ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.