আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম- ১৫০ (সুতরাং)



সংস্কৃত সু + তরাম্ = সুতরাং। সুতরাং শব্দটি সংস্কৃত থেকে বাংলায় এলেও শব্দটি তার সংস্কৃত অর্থ ধরে রাখতে পারেনি। সংস্তৃতে সুতরাং মানে অত্যন্ত, অবশ্য। কিন্তু বাংলায় সুতরাং মানে অতএব, কাজেই, অগত্যা (শাস্ত্র অর্থাৎ বেদ তাহার কারণ ব্রহ্ম সুতরাং জগৎকারণ ব্রহ্ম হয়েন - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। বাংলায় ঢোকার পর সংস্কৃত সুতরাং শব্দের ব্যবহার অব্যয় পদের মাঝেই সীমাবদ্ধ হয়ে গেছে। তবে বাংলা সুতরাং সংস্কৃত সুতরাং-এর গতি স্তব্ধ করে দেয় অথবা মোড় ঘুরিয়ে দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।