দিনাজপুর মেডিকেল কলেজে এমবিবিএস শিক্ষার্থীর ১৩২ পদে ৯৩৩ জন পরীার্থীর অংশগ্রহণ
ডিজিটাল দিনাজপুর ॥ দিনাজপুর মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি পরীায় অংশগ্রহণকৃত ৯৩৩ জন ছাত্র-ছাত্রীর সুষ্ঠ শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীা অনুষ্ঠিত হয়েছে। পরীার পর উত্তরপত্র যথারীতি সীলগালা করে স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করা হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্য প্রফেসর হামিদুল হক খন্দকার জানান, সারা দেশের ন্যায় আজ শুক্রবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘন্টা ব্যাপী মেডিকেল কলেজ ক্যাম্পাসে ৯৩৩ জন এমবিবিএস ভর্তি পরীার প্রার্থী পরীায় অংশ নিয়ে সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীা অনুষ্ঠিত হয়েছে। পরীা শেষে দুপুরে পরীার উত্তরপত্র যথারীতি সীলগালা করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি ডা. এ.এস.এম আক্কাস আলী এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. রাজিউল ইসলামের নেতৃত্বে পুলিশ স্কটের মাধ্যমে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করা হয়। পরীা চলাকালীন সময়ে ৬০টি ক ে৯০ জন শিক পরীা নেয়ার দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য যে, দিনাজপুর মেডিকেল কলেজে ৯৪৪টি ভর্তি পরীা ফরম বিক্রি হলেও শিার্থীরা ৯৪৬টি ফরম জমা দেয়। জমাকৃত ভর্তি ফরম বাছাই পর্বে ৫টি বাতিল হয় এবং গতকাল শুক্রবার পরীা চলাকালীন ৮ জন পরীার্থী অনুপস্থিত থাকায় মোট ৯৩৩ জন পরীার্থী অংশগ্রহণ করে। মেডিকেল কলেজে চলতি শিা বর্ষে কৃতকার্য হওয়া ১৩২ জন শিার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।
সূত্র : দিনাজপুরনিউজ.কম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।