সাধারণ একজন
আমি দিনাজপুরের ছেলে। শহরেই থাকি। দিনাজপুর শহরটা ছোট। রিক্সা করে এ মাথা ও মাথা ঘুরা যায়। একটা সুন্দর ছিমছাম শহর।
সবাই দিনাজপুরের কথা বললে, রামসাগর, স্বপ্নপুরী, কান্তজী মন্দিরের কখা বলে। কিন্তু ছোট্ট এই দিনাজপুর শহরটা কিন্তু দেখার মত। জ্যাম নেই, কি সুন্দর ফাঁকা রাস্তা ঘাট। যারা ঢাকায় মোটর সাইকেল চালাতে অস্বস্তি বোধ করেন, তারা দিনাজপুরে গেলে চালাতে পারেন। বেশ ভাল লাগবে।
বসবাসের জন্য এ রকম চমৎকার শহর বাংলাদেশে আর একটিও নেই। দুঃখ একটা, আজকাল দিনাজপুরের ছেলেরা বড্ড নেশার দিকে ঝুকছে। আমার খুব খারাপ লাগে। এমন তাজা বাতাসে থেকে সতেজ থাকার বদলে কাউকে অ্যাডিক্টেট দেখে মনটা খারাপ হয়ে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।