বৃহস্পতিবার দুপুরে জাতীয় শোক দিবসের র্যালি থেকে ইমনকে (২৫) ধাওয়া করে নিয়ে ছুরিকাঘাত করে জখম করে দুর্বৃত্তরা।
প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইমনের মৃত্যু হয় বলে জানান সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম।
ইমন শহরের বাংলাবাজার এলাকার টিপুর ছেলে।
ওসি কাজী হানিফুল ইসলাম জানান, জাতীয় শোক দিবসে জেলা আওয়ামী লীগ র্যালির আয়োজন করে। শহরের বিভিন্ন স্থান থেকে খ- খ- র্যালি জড়ো হচ্ছিল জেলা কার্যালয়ে। ইমন এমন একটি খ- র্যালির সঙ্গে আসছিলেন।
আতাইকুলা রোড হয়ে চাপা মসজিদ এলাকায় সন্ত্রাসীরা ইমনকে ধাওয়া দিলে র্যালি থেকে বের হয়ে দৌড়ে দেন তিনি।
পরে সোনাপট্টিতে সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে পাবনা সদর থানার একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।