আমাদের কথা খুঁজে নিন

   

অপমানের মাত্রা



রাজার সভাসদের নিচের সারির একজন হিসাবে উপস্থিত সকলের সামনে প্রতিদিন বিভিন্ন মানের অপমানের বোঝা নিয়ে বাসায় ফিরে আভ্যস্থ একজন নিম্ন সভাসদ , যা তাঁর পরিবারের সকলেওআভ্যস্থ । হটাৎ একদিন অই সভাসদ ভীষণ মন খারাপ করে বাসায় ফিরলে তাঁর স্ত্রী জানতে চায়, আজ আবার নতুন কি হল? এত মন খারা্প -------, তাঁর উত্তর, না জানি আবার কবে রাজা আপমান করে, তাই ভাবছি----, তাঁর স্ত্রী বললেন, প্রতিদিন যে তোমাকে আপমান করে তাতে তোমার সন্মান যায় আর আজ এমন কি হল যে তুমি এত চিন্তায় আছো? উত্তরে বলল, " সবার সামনে রাজা আজ আমকে জুতা ছুড়ে মেরেছে, তাই ভাবছি না জানি রাজা কবে আবার অপমান করে। তাঁর স্ত্রী উত্তর শুনে ভীষণ হতাশ হল। আর কবে----- আমরা অপমানিত হলে বুঝব?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.