আমাদের কথা খুঁজে নিন

   

সব বিড়ম্বনা আর কিঞ্চিৎ অপমানের ছোঁয়ার মূল হোতা সামু

শূন্য হৃদয়ে ডঙ্কা বাজে এ কিসের, জানো কি হে!

ক্লাসের লেকচারগুলা দেখা হচ্ছে না। রিসার্চের কাজ শেষ করে দেয়ার সময় নাই। ডেডলাইন পার হয়েছে আজকে দেড় মাস। আমি এখনো কাজই শুরু করিনি। কিভাবে কি করবো মাথা ঘুরতেছে।

ঘুরতে থাকা মাথা নিয়ে রিসার্চ শেষ করতে বসতেও পারছি না। কারণ টেনশন.. কেমনে শেষ হবে! হচ্ছে আরো নানান ঝামেলা। পোস্ট দেয়ার লোভ আর কমেন্টের কারণে ল্যাপিতে এখন সামু নিয়ে কারবার। পড়াশোনা লাটে। সব কিছূ গোলমেলে হয়ে গেছে।

করবো কি ভাবছি। সামুতে ঠুকাঠুকির যাত্রা শুরু বেশ আগে। পরে গেছে অনেক সময়। আবার আসার পর এখন চলছে কিছু সময়... কিন্তু ভোগান্তি আর বিড়ম্বনা বেড়েছে অনেকগুণ। কি কি সেগুলা বলতে গেলে মহাকাব্য. .


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।