আমাদের কথা খুঁজে নিন

   

সৃজনশীল পদ্ধতি ও কিছু কথা

আমি একজন সৎ নাগরিক

আমাদের শিক্ষাক্ষেত্রে অব্যবস্থার কথা কার অবিদিত নয়। সাম্প্রতিক সময়ে সরকারের কিছু পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। এর মাঝে সৃজনশীল পদ্ধতির প্রচলন একটি যথার্থ পদক্ষেপ । শিক্ষার্থীদের মেধার বিকাশে এহেন পদক্ষেপ যথার্থই প্রয়োজনীয়। কিন্তু উপযুক্ত প্রশ্নকর্তার অভাবে ইহা আজ হুমকির সম্মুখীন।

সম্প্রতি অনুষ্ঠিত এস,এস,সি নির্বাচনী পরিক্ষায় এ অভাব প্রকটভাবে দেখা গেছে। সমাজ ও ধর্ম প্রশ্ন মোটামুটি গ্রহনযোগ্য হলেও রসায়ন ও বাংলা ১ম পত্র প্রশ্ন অনেকাংশে গ্রহনযোগ্যতা হারিয়েছে। সৃজনশীল পদ্ধতিতে যেখানে উদ্দ্দীপকই মূল কথা সেখানে অনেক ক্ষেত্রে উদ্দ্দীপক ছিল ভুল ও অসামঞ্জস্যপূর্ণ। উদ্দ্দীপক দেখে উত্তর দেয়াটা যেখানে নিয়ম সেখানে ভুল ও অসামঞ্জস্যপূর্ণ উদ্দ্দীপক এর কারনে অনেক শিক্ষার্থী উত্তর প্রদানে ব্যর্থ হয়েছে। তাছাড়া অনেক ক্ষেত্রে প্রশ্নের উত্তর এর সীমা শিক্ষার্থীদের জ্ঞানের সীমার বাইরে চলে গেছে।

এ সমস্যার আশু সমাধান না হলে অদূর ভবিষ্যতে সৃজনশীল পদ্ধতি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। তাই এদিকে সরকারের শুভ দৃষ্টির একান্ত প্রয়োজন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।