বাংলাদেশে বর্তমানে সৃজনশীল পদ্ধতির শিক্ষা চালু হয়েছে। প্রথমে নিচের ক্লাসথেকে শুরু করে ধীরে ধীরে উপরের দিকে বিস্তারলাভ করছে এ শিক্ষা। এরই ধারাবাহিকতায় উচ্চমাধ্যমিক পর্যায়ে সৃজনশীল বাংলা প্রচলন করা হয়েছে।
আমার কাছে সৃজনশীল নামটি প্রতারণামূলক মনে হয়। মূলত এটা সৃজনশীল পদ্ধতি নয়।
একেবারে শুরুতে যখন এ পদ্ধতি প্রচলন করা হচ্ছিল (বছরখানেক আগে) তখন, এ পদ্ধতির নাম ছিলো কাঠামোবদ্ধ পদ্ধতি। বুঝাই যাচ্ছে কাঠামোবদ্ধ মানে একটি নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী প্রশ্নোত্তর করার রীতি।
কিন্তু কাঠামোবদ্ধ শব্দটি যেহেতু একটু নেতিবাচক এবং এর পড়াশোনার বিষয়টিকে সীমিত করে দেয়ার একটা ভাব আছে কথাটার মাঝে, তাই এর নাম পরিবর্তন করে রাখা হয় "সৃজনশীল পদ্ধতি"। কী বিচিত্র কথা!! সর্ম্পূর্ণ ভিন্ন ধরনে নাম হয়ে গেলো বিষয়টার। কিন্তু একটা জিনিসের নাম পরিবর্তন করলেই তা পরিবর্তন হয়ে যায়?
বর্তমানে সৃজনশীল বাংলা নামে যা শেখানো হচ্ছে তাতে সৃজনশীলতার ছাপ কতটুকু।
আমি এ পদ্ধতির বিরুদ্ধে নই খুব একটা। কিন্তু সাহিত্য যে ভাব এবং দর্শন নিয়ে পড়া উচিত, তা সৃজনশীল বাংলায় অনুপস্থিত।
সৃজনশীল বাংলা পড়ে একজন শিক্ষার্থী হয়তো বাস্তবজ্ঞান পাবে, কিন্তু সাহিত্য পাঠ করে যে অনির্বচনীয় আনন্দ আস্বাদনের বিষয় আছে তা পাবে না। আমাদের দেশে ভবিষ্যতে খুব ভালো সাহিত্যিক তৈরীর পথ রুদ্ধ করতে যাচ্ছে তথাকথিত সৃজনশীল (প্রকৃত অর্থে কাঠামোবদ্ধ) বাংলা।
-সবার জন্য উন্নত শিক্ষা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।