আমাদের কথা খুঁজে নিন

   

সুশাসন ও সৃজনশীল কাজ



সাংসদগণের সৃজনশীল কাজের ধরণ জানতে চায় জনতা সাংসদগণের কাজের বিবরণ। তাঁরা যেন ঢাকায় ন্যাম ফ্ল্যাট ও গুলশান হতে মাঝে মধ্যে গিয়ে থাকেন যেন গ্রাম ও বস্তিতে। উপজেলা নিজ এলাকায় জনতার সাথে মিশবেন নইলে এলাকার উন্নয়ন কেমন করে করবেন ? উন্নয়ন পরিকল্পনা হতে হবে পল্লী ও বস্তিতে বসে হতে হবে উন্নয়ন পরিকল্পনা জনতাকে নিয়ে সাথে। কনটিনিউইং পদ্ধতিতে প্রশিক্ষণ ও শিক্ষা দরকার প্রকল্পের ব্যবস্থা করবেন জরূরী ভাবে সরকার। জনগণ অতীতে দেখেছে প্রতারণা পোহাতে হয়েছে জনগণকে যাতনা। জনতা চায় কেবলই ন্যায় ভিত্তিক সুশাসন সুশাসন অর্জনে করতে হবে সকল আয়োজন। রাজনীতির আঁকা-বাঁকা সরু গলি পথে ভয় নেই, সরকার জনতাকে রাখলে সাথে। পূরণ হবেই তবে জাতির মহৎ প্রচেষ্টা জনতা কখনই থাকবেনা নিয়ে হতাশা। জনতা চায় সর্বত্র সর্বাবস্থায় নিরাপত্তা নিরাপত্তার ক্ষেত্রে দরকার সরকারের সাহসিকতা ? গণতান্ত্রিক আদর্শ শাসন প্রক্রিয়ায় সরকারকে দৃঢ় থাকতেই হয় সর্বদায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.