৭। Hotel California(Eagles)
তখন স্কুলে পড়ি। চারদিকে তখন হৈচৈ ধরনের ইংরেজী গানের ছড়াছড়ি। বন্ধুদের কানে কানে বাজছে, “I don’t care who you are, where you’re from-as long as you love me.” আমার অবস্থা তখন আরো অদ্ভুত। অনেকটা মানাতে চাইছি কিন্তু ঠিক পেরে উঠছিনা গোছের।
রাতে ঘুমাতে যাবার সময় বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে আনা গানের একটা কালেকশন অন করে গেলাম।
অনেকক্ষণ ধরে শুধু গীটারের শব্দ। প্রথমে ভাবলাম ইন্সট্রুমেন্টাল, পরে শুনবো। কি ভেবে চালিয়ে রাখলাম, কে জানে। পরে যখন গান শুরু হলো-মনে হলো অথবা বুঝতে পারলাম, গায়ক প্রায় আমারই মত এই দ্রুত ঘুরতে থাকা চক্রে আটকে গেছেন।
এই হৈ চৈ-এর সময়টাকে ঠেলে পিছিয়ে যেতে চাইছেন সময়ের উলটো দিকে। ¬¬খুব দ্রুতই ভালো লেগে গেলো গায়ক আর গানটিকে।
এরপর অসংখ্যবার শুনেছি, পুরনো হয়নি এখনো। শুনে দেখতে পারেন, গানের লিরিক খুব সহজ কিন্তু থিম খুব চমৎকার।
ইউটিউব
লিরিক
কর্ড
মূল পোস্ট
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।