© ২০০৬ - ২০১১ ত্রিভুজ
প্রযুক্তি ভালবাসেন যারা তাদের কাছে গ্যাজেট কোন নতুন বিষয় নয়, যারা এখনো জানেন না গ্যাজেট কি তারাও বিভিন্ন গ্যাজেট ব্যবহার করছেন হরদম। আপনার ডিজিটাল হাত ঘড়ি থেকে শুরু করে মোবাইল, মিউজিক সিস্টেম, ল্যাপটপ সবই গ্যাজেটের অন্তর্ভুক্ত। যারা গ্যাজেট ভালবাসেন তাদেরকে আপনি নতুন একটি গ্যাজেট উপহার দিয়ে যতটা আনন্দ দিতে পারবেন ততটা আর কোন কিছুতে সম্ভব নয়। যেমন আমার কখনো বোরিং লাগলে ওয়েব ঘেঁটে নিত্য নতুন গ্যাজেট দেখতে থাকি, বোরিং যে লাগছিল এটাই ভুলে যাই। যাহোক, আর কথা না বাড়িয়ে গ্যাজেট নিয়ে গ্যাজানো যাক।
প্রথম পর্বে আমার ব্যবহার করা/দেখা সেরা গ্যাজেটগুলো নিয়ে আলোচনা করবো-
ল্যাপটপঃ MacBook
ম্যাকবুক ব্যবহারকারীরা এটিকে 'ল্যাপটপ' বললে কিঞ্চিৎ রাগই করে বলা যায়, তাই ল্যাপটপ না লিখে ম্যাকবুক-ই বলি। তবে এটি মূলত অ্যাপেলের তৈরি মোবাইল কম্পিউটার (বা ল্যাপটপ)। এটি একটি অসাধারণ জিনিস। Mac OSX দ্বারা পরিচালিত এই কম্পিউটার ডিভাইসের মালিক হওয়া অনেকের জন্যই স্বপ্নের বিষয়। এখানে গিয়ে দেখুন কান্ড - http://www.apple.com/macbookpro/design.html
তবে এটি ব্যবহারের একটা বিশাল সমস্যা আছে.. অন্তত ম্যাকবুক ব্যবহারকারী হিসেবে এই বিরাট সমস্যাটার কথা সবাইকে জানানো উচিত।
পোস্টের শেষে জানাবো (পোস্ট পুরোটা শেষ না হওয়া পর্যন্ত গেস করতে থাকুন).. আপাতত অন্য গ্যাজেটের দিকে যাই..
ডেস্কটপঃ iMac
ডেক্সটপ কম্পিউটার বলতে আমরা বুঝি বাজার থেকে পার্টস জোড়া দিয়ে তৈরি করা কম্পিউটারকে। তবে অনেকে ব্রান্ড পিসি ব্যবহার করেন। কিন্তু আমাদের তৈরি করে নেওয়া ডেস্কটপ আর ব্রান্ড ডেস্কটপের মাঝে তেমন কোন পার্থক্য ধরতে পারবেন না যতক্ষন iMac ব্যবহার না করবেন। iMac হচ্ছে অ্যাপলের তৈরি ডেক্সটপ যাতে অপারেটিং সিস্টেম হিসেবে লোড থাকে Mac OSX। টেকনোলজি নিয়ে কোন কিছু না জানলেও একটা পিসি আর iMac পাশাপাশি রাখলে যেকেউ পিসি ফেলে iMac ব্যবহার করতে শুরু করবে।
কারণটা আসলে বলে বোঝানো যাবে না, তারচাইতে iMac আছে এমন কোন বন্ধুর বাসায় চলে যান নিজেই বুঝতে পারবেন। যাদের পরিচিত কারো নাই তারা এ্যাপলের ওয়েবে গিয়ে দেখতে পারেন- http://www.apple.com/imac/
মোবাইলঃ iPhone
মোবাইল ফোন ব্যবহার করেন না এরকম মানুষ আজকাল খুঁজে পাওয়া দুস্কর। মোবাইল ব্যবহারের আনন্দ আরো চরমে নিতে চাইলে আই-ফোন ব্যবহার করে দেখতে পারেন, আফসোস করবেন কেন এতদিন ব্যবহার করেন নাই ভেবে। এটিও এ্যাপলের প্রোডাক্ট। ফোন, অর্গানাইজার, মিউজিক, ক্যামেরা, গেমস ও হরেক রকম মজাদার ও কাজের এপ্লিকেশন ব্যবহার করা যায় এতে।
আরো জানতে চাইলে এখানে টোকা দিতে পারেন- http://www.apple.com/iphone/
এমপিথ্রিঃ iPod
অ্যাপলের তৈরি আই-পডের সাথে মোটামুটি অনেকেই পরিচিত। মিউজিক বা যেকোন অডিও শুনতে এটির চাইতে উন্নতামানের ডিভাস এখন পর্যন্ত মার্কেটে আসেনি। এটি দেখতে যেমন চমৎকার ব্যবহার করাও তেমনি সহজ ও সাবলীল।
বিভিন্ন মডেলের দৃষ্টিনন্দন আইপডের ভেতরে আই-পড টাচ সবচাইতে বেশি জনপ্রিয় ও কার্যকরী, কারণ এতে অডিও, ভিডিও, গেমস সবই ব্যবহার করা যায়। মজার মজার এপ্লিকেশন আপনাকে আনন্দের ভিন্ন একটা মাত্রায় নিয়ে যেতে পারে, কাজের এপ্লিকেশনগুলো জীবনকে আরো সহজ করে দিতে পারে।
হরেক রকম আইপড সম্পর্কে জানতে এখানে দেখুন - http://www.apple.com/ipod/
ট্যাবলেটঃ iPad
একের পর এক অ্যাপলের প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে দেখে অনেকে এটাকে অ্যাপলের বিজ্ঞাপণ পোস্ট ভাবতে পারেন, কিন্তু আই-পড এর কথা না লিখলে গ্যাজেট নিয়ে বলাটা অসম্পূর্ণ থেকে যাবে। আমার জীবনে বহু গ্যাজেট ব্যবহার করেছি কিন্তু iPad এর কাছে কোনটিই পাত্তা পাওয়ার মত নয়। অসাধারণ শব্দটা iPad এর জন্য কম হয়ে যাবে তবুও বলি, "অসাধারণ"!
iPad মূলত এ্যাপলের তৈরি মাল্টি টাচ টেকনোলজি বিশিষ্ট ট্যাবলেট পিসি যাতে আপনি দৈনন্দিন বিভিন্ন কাজের সফটওয়্যারের পাশাপাশি গেমস, মুভি, বই পড়া, ব্রাউজিং ও আরো নানাবিধ কাজে লাগানো সম্ভব। বই পড়ার জন্য iPad এর চাইতে আদর্শ জিনিস আর কিছু নাই। সামর্থ্য্যের ভেতরে থাকলে অসাধারণ এই গ্যাজেটটা সবার কেনা উচিত।
আরো বিস্তারিত জানতে এখানে টোকা দিন- http://www.apple.com/ipad/design/
সাউন্ডসিস্টেমঃ BOSE
সাউন্ড সিস্টেমের প্রতি অনেকেই দুর্বল। অনেকের বাসায় হাই-ফাই সাউন্ড সিস্টেম আছে, কিন্তু BOSE হচ্ছে এমন একটা সাউন্ড সিস্টেম যেটি ব্যবহার করলে পৃথিবীর আর কোন সাউন্ড সিস্টেম আপনার কাছে পানসে লাগবে। BOSE প্রোডাক্টের সাথে লেখা থাকে, 'Better Sound Through Research'। কথাটা যে কতটা সত্যি তা BOSE ব্যবহার করলে বুঝতে পারবেন। গবেষণার মাধ্যমে সাউন্ড সিস্টেমকে এরা কল্লনাতীত উচ্চতায় নিয়ে গিয়েছে।
bose.com এ গিয়ে আরো বিস্তারিত জেনে নিতে পারেন।
চেয়ার/সোফাঃ HT-9500 massage chair
চেয়ার বা সোফা তো আসবাব পত্রের ক্যাটাগরিতে পড়ে, তা হলে এটাকে গ্যাজেট সমগ্রে স্থান দিলাম কেন? এই প্রশ্নটা মনে আসার আগেই নিচের ছবিটি দেখুন-
এই চেয়ারটি হচ্ছে এমন একটি চেয়ার যেটিকে আপনার আই-ফোন বা আই-পড/প্যাড দিয়ে পরিচালনা করা যাবে। ভেবে দেখুন, আপনি মোবাইলে 'Sleep' বাটন স্পর্শ করলেন আর চেয়ারটা বিছনার মত হয়ে গেল.. আবার শুয়ে আছেন, Wake Up বাটনে স্পর্শ করা মাত্র চেয়ারের মত হয়ে আপনাকে বসিয়ে দিলো। ভাবতেই বেশ আরাম বোধ হচ্ছে, কবে যে বাংলাদেশে পাওয়া যাবে
(তবে বাংলাদেশে যেগুলো পাওয়া যায় সেগুলো হান্ডেল চেপে বিভিন্ন মুডে নেওয়া যায়)
এত গ্যাজেট গ্যাজেট করলে খুব সমস্যা হতে পারে। আবার গ্যাজেট ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে যেতে পারেন।
তখন কি করবেন? এরকম ঘাসের ভেতরে ফেলে রাখতে পারেন-
বাই দ্য ওয়ে, এটাও কিন্তু একটা গ্যাজেট। আপনার গ্যাজেটগুলো চার্য দেওয়ার জন্য এধরনের গ্যাজেট তৈরি করা হয়েছে। বিশ্বাস হচ্ছে না? এখানে ক্লিক করুন ..
আজকের মত তা হলে এখানেই থাকুক। ও, হ্যাঁ... ম্যাকবুক ব্যবহারের বিশাল সমস্যাটার কথা বলে যাই। ম্যাকবুক ব্যবহারের সবচাইতে বড় সমস্যা হচ্ছে এটি একবার ব্যবহার করলে পৃথিবীর অন্য কোন পিসি/ল্যাপটপ ব্যবহার করে আর মজা পাওয়া যায় না... কি অসুবিধাজনক বিষয়, তাই না?
--
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।