সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ফ্লাইট চলাকালীন ছাড়াও এখন টেক-অফ আর ল্যান্ডিংয়ের সময়ও যাতে যাত্রীরা বিভিন্ন ইলেক্ট্রনিক সামগ্রী ব্যবহার করতে পারেন, সেজন্য নিয়মাবলীর বাধ্যবাধকতা কমানো হচ্ছে ইউরোপে।
আগে ফ্লাইট চলাকালীন স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করতে দেওয়া হত। ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) নতুন নিয়মে টেক-অফ আর ল্যান্ডিংয়ের সময়ও বিভিন্ন ডিভাইসের ব্যবহার করা যাবে বলে জানিয়েছে।
গত মাসে যুক্তরাষ্ট্রে প্রণয়ন করা নীতিমালার সঙ্গে ইউরোপের নতুন এই বিধানের মিল আছে। ইএএসএর নীতিমালা অনুযায়ী ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের ‘এয়ারপ্লেন মোড’ ব্যবহার করতে হবে। তার মানে যাত্রীদের কেউ এ সময় ভয়েস বা টেক্সট সার্ভিস ব্যবহার করতে পারবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।