ইরাকের বাকুবা শহরে পেতে রাখা দুটি বোমার বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৬ জন। রাজধানী বাগদাদের কাছাকাছি শহরটিতে বুধবার এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বাগদাদের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাকুবার একটি ক্যাফেতে একটি বোমা বিস্ফোরিত হয়। অপরটি বিস্ফোরিত হয় বাণিজ্যিক ব্যস্ত রাস্তার ওপর থাকা একটি আইসক্রিমের দোকানে। গত সপ্তায় একই ধরনের হামলার দায়িত্ব স্বীকার করে নিয়েছিল আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল- কায়েদা। ওই হামলায় বহু সংখ্যক মানুষ হতাহত হয়। গত ৫ বছর ধরে ইরাকে বোমা হামলাসহ সহিংসতার ঘটনা তীব্র আকার ধারণ করেছে। বুধবার দিনের প্রথম ভাগে দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি গত সপ্তায় বোমা হামলাকারীদের শাস্তির মুখোমুখি করবেন বলে ঘোষণা দিয়েছেন। ইরাকের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত এক ভাষণে মালিকি বলেন, আমাদের জনগণকে এ ধরনের হত্যাকাণ্ড, অপরাধ এবং সন্ত্রাস থেকে সুরক্ষা দেওয়ার আগ পর্যন্ত আমরা থামব না। বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।