দেশের ও বিদেশের সাহিত্যের সাতটি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে এই সাত স্বল্পদৈর্ঘ্য প্রেমের কাহিনীচিত্র। শহীদুল জহিরের 'ভালোবাসা' গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র 'ফুল'। এই কাহিনীচিত্রেই প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সিমলা ও জনপ্রিয় নাট্যাভিনেতা মোশাররফ করিম। এটি পরিচালনা করছেন সফল নাট্যনির্মাতা রেদওয়ান রনি। সিমলা বলেন, 'কাহিনীচিত্রটিতে আমি আবেদা চরিত্রে অভিনয় করছি। কালো মেকআপ দিয়ে একেবারে বস্তির এক সাধারণ গৃহিণীর মতো করা হয়েছে আমাকে। মোশাররফ ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। খুবই ভালো লাগছে কাজটি করতে। আশা করি দর্শকও বেশ উপভোগ করবেন এটি।' ঈদের তৃতীয় দিন এটি রাত ৯টায় প্রচার হবে। উল্লেখ্য, সিমলা মুম্বাইয়ের নায়ক গোবিন্দর বিপরীতে 'সমাধি' ছবিতে অভিনয় শেষে সম্প্রতি দেশে ফিরেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।