তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতগলু হামলার পেছনে জড়িতদের পাকড়াও করার অঙ্গীকার করে বলেছেন, কোনোকিছুই জবাব না দিয়ে ছেড়ে দেয়া হবে না।
সিরিয়ার শরণার্থী এলাকা রেইনহালিতে বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে।
নেটো সদস্যদেশ তুরস্ক বলেছে, এ হামলায় সিরিয়ার গোয়েন্দা সংস্থা জড়িত বলে তারা সন্দিহান।
সিরিয়ার গৃহযুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের শক্তিশালী সমর্থক তুরস্ক। দেশটি প্রেসিডেন্ট বাশার আল আসাদেরও সমালোচক।
যুক্তরাষ্ট্র এবং নেটো জোট বোমা হামলার নিন্দা জানিয়ে আঙ্কারাকে সমর্থন দিয়েছে।
বার্লিন সফরকালে এক বক্তব্যে দাভুতগলু বলেন, এটি সিরিয়া সঙ্কট সমাধানের চেষ্টা জোরদার হতে থাকার সঙ্গে যুগপৎ কোনো ঘটনা নয়। এ ঘটনার পেছনে তুরস্কের শান্তি বিঘ্নিত করার অপচেষ্টাকারীরা জড়িত থাকতে পারে। কিন্তু আমরা তা হতে দেব না।
তুরস্কের ক্ষমতাকে পরীক্ষা করে দেখার চেষ্টা কারোরই করা উচিত না।
আমাদের নিরাপত্তা বাহিনী সব প্রয়োজনীয় পদক্ষেপই নেবে।
তবে বিষয়টি নিয়ে নেটো জোটের জরুরি বৈঠক ডাকার কোনো কারণ নেই বলে জানান তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।