আমাদের কথা খুঁজে নিন

   

এনটিভিতে ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড

প্রথমবারের মতো আয়োজিত হয়েছে রাউন্ড দ্য ক্লকের আয়োজনে 'ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড-২০১২'। ৭ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানটি আজ এনটিভিতে প্রচার করা হবে। এখানে চলচ্চিত্রবিষয়ক মোট ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে ২০১২ সালের চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হন শাকিব খান এবং শ্রেষ্ঠ অভিনেত্রী হন অপু বিশ্বাস। এছাড়া আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে নায়করাজ রাজ্জাক ও নায়িকা শবনমকে। বিশেষ সম্মাননা জানানো হয়েছে আহমেদ জামান চৌধুরী ও নায়ক ফারুককে।

এছাড়াও আরও বেশকিছু পুরস্কার প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নায়ক ফেরদৌস ও ইরিন জামান। এই আয়োজনটি রাত ১১টা ১৫ মিনিটে এনটিভিতে প্রচার করা হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.