প্রবীণ সাংবাদিক এবং সাহিত্যিক ও নজরুল গবেষক, কবি মোহাম্মদ মাহফুজ উল্লাহ (৮১) আর নেই। গতকাল বেলা ১১টা ৪০ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিল্লাহে ..... রাজিউন )। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ৫০৫/এ সেনপাড়া পর্বতা নিজ বাসভবন সংলগ্ন মসজিদ চত্বরে জানাজা শেষে মীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী এই সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।