আমাদের কথা খুঁজে নিন

   

তথ্যমন্ত্রীর ওপর হামলায় ব্রিটিশ ফরেন অফিø

লন্ডনে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ব্রিটেন। গতকাল সকালে ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের সাউথ এশিয়ান ডেস্কের এক কর্মকর্তা ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছে টেলিফোনে এ দুঃখ প্রকাশ করেন। বাংলানিউজ। ফরেন অফিস কর্মকর্তার টেলিফোন আলাপের বিষয়টি নিশ্চিত করে হাইকমিশনার মিজারুল কায়েস বলেন, বাংলাদেশের তথ্যমন্ত্রীর ওপর হামলার বিষয়টি তার অফিস অবহিত হয়েছে। একটি দেশের একজন মন্ত্রীর ওপর এ ধরনের হামলায় ফরেন অফিস থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। মিজারুল কায়েস বলেন, ব্রিটেনে বাংলাদেশি জনগোষ্ঠীর একটি বিরাট অংশের বসবাস। ব্রিটিশ মূলধারায় এই কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখে আসছে। বাংলাদেশের মন্ত্রী বা রাজনৈতিক নেতারা এখানে এলে স্বাভাবিক কারণেই নিজ দেশের প্রবাসী জনগোষ্ঠী ও বাংলা ভাষাভাষী গণমাধ্যমগুলোর সঙ্গে মিলিত হতে চান। ভবিষ্যতে কমিউনিটি সমাবেশগুলোতে বাংলাদেশের মন্ত্রীদের অংশগ্রহণ নিরাপদ রাখতে ফরেন অফিস বিশেষ নজরদারি রাখবে বলে এ সময় আশ্বাস দেওয়া হয়। মন্ত্রীদের পূর্বনির্ধারিত প্রোগ্রাম সম্পর্কে আগেই ফরেন অফিসকে অবহিত করা ও ফরেন অফিসের পক্ষ থেকে বিষয়টি পুলিশি নজরে আনার বিষয়ে হাইকমিশনার ও ফরেন অফিস কর্মকর্তা ঐকমত্যে আসেন বলে নিশ্চিত করেন হাইকমিশনার।

এ সময় তথ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনায় পুলিশি তৎপরতা সম্পর্কে ফরেন অফিস কর্মকর্তার কাছে সন্তোষ প্রকাশ করেন হাইকমিশনার মিজারুল কায়েস।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.