অপি করিমের ঈদটা কেমন গেল?
উফ। খুব ব্যস্ত ছিলাম। তবে নিজের ইচ্ছেতে। মজার মজার সব খাবার রান্না করেছি দিনভর। আমার রান্না খেয়ে অতিথিরা খুব প্রশংসা করল।
খুব ভালো লেগেছে_ গরম গরম রান্না নগদ নগদ প্রশংসা।
এবার তো আপনার বেশ কিছু নাটক-টেলিফিল্ম প্রচার হয়েছে।
হ্যাঁ। আগে তো জার্মানি থেকে ঈদ করতে দেশে আসতাম, কোনো শুটিং ছিল না। এবার পুরোপুরি শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম।
অনুষ্ঠান দেখেননি?
অনুষ্ঠানও দেখেছি। অতিথি আপ্যায়ন শেষে রিমোট নিয়ে বসেছি। তবে ঈদের দিন নিজের কোনো অনুষ্ঠান ছিল না। অন্য শিল্পীদের অভিনীত কাজগুলো দেখেছি। পরের দিন থেকে নিজের নাটক-টেলিফিল্মগুলোও দেখেছি।
পড়াশোনা পুরোপুরি শেষ করে দেশে ফিরলেন। শিক্ষকতাও শুরু করেছেন। স্বস্তি লাগছে নিশ্চয়ই?
হ্যাঁ। পড়াশোনা শেষ করতে পেরেছি এটা আনন্দের খবর। আর আমার ইচ্ছে ছিল শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার, হয়েছি।
সব মিলিয়ে ভালো আছি।
অভিনয়ের পাশাপাশি নৃত্যেও তো আপনাকে দেখা গেছে।
হুম। বাংলাভিশনে প্রচার হয়েছে। আসলে আমি তো একজন নৃত্যশিল্পীও।
নাচতে ভালো লাগে। তাই একক নৃত্যের অনুষ্ঠান করে ভালো লেগেছে খুব।
সব মিলিয়ে রেসপন্স কেমন পেয়েছেন?
ভালো। যারা দেখেছেন তারা অনুভূতি জানিয়েছেন। বিশেষ করে অনেকদিন পর পর্দায় আমাকে একটু বেশি দেখা গিয়েছে।
তাই সবার অনুভূতি প্রকাশের মাত্রাটা বেশি ছিল। আমারও ভালো লেগেছে কাজগুলো করে। ঠিক যেমনটা চেয়েছিলাম, ওভাবেই এগিয়েছি।
নাটকেও তো অভিনয় করলেন একটা বিরতির পর।
দেখুন আমি বিরতি প্রথায় বিশ্বাসী না।
পড়াশোনার জন্য ব্যস্ত ছিলাম তাই অভিনয়ে সময় দিতে পারিনি। এটা বিরতি না। পড়াশোনা চলাকালে সময় বের করতে পারছিলাম না। এখন সময় পেয়ে অভিনয় করেছি। তাই বলে অহরহ কাজ করব তাও কিন্তু নয়।
ঈদ একটা উৎসব। তাই ভালো গল্প পেয়ে অভিনয় করেছি। এতটা অভিনয় সামনে করতে পারব কিনা জানি না। কারণ আমার মূল টার্গেট শিক্ষকতা। নিয়মিত ক্লাস নিতে হবে।
ক্লাস নেওয়ার আগে প্রস্তুতি নিতে হয়। সহজ নয় কাজটা।
শিক্ষকতাকে খুব গুরুত্ব দিচ্ছেন।
হ্যাঁ। আমি খুব চাই এ প্রফেশনটা।
পাশাপাশি আর্কিটেক্ট হিসেবেও নিজেকে দাঁড় করাতে চাই। এখন শিক্ষকতার পাশাপাশি অভিনয় করছি। খুব করে চাই, স্থাপত্য বিদ্যা নিয়েও কাজ করার। প্ল্যানও করছি। দেখা যাক কি হয়।
শোবিজ প্রতিবেদক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।