পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী দাঁড়ি-কমা বা বিরতি চিহ্নগুলোর ব্যবহারে একটি বাক্য অনেক সুন্দর ও প্রাণবন্ত হয়ে ওঠে। ঠিক তেমনি জীবনেরও অংশ এই বিরতি চিহ্নগুলো। কখনও ধীর, কখনও দুরন্ত, কখনও বা থেমে যাওয়া! কোনোটিই জীবনের পূর্ণ ইতি টানতে পারে না। বরং এই pause বা বিরতিগুলোকে মেনে নিয়ে চলতে থাকাটাই জীবন চলার নাম। মৃত্যুর আগ পর্যন্ত জীবন বা আত্মার কোনো stoppage নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।