আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গোপসাগরে আবারও ফিশিং ট্রলারে গণডাকাতি

বঙ্গোপসাগরের এক নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় আবারও ফিশিং ট্রলারে গণডাকাতির ঘটনা ঘটেছে। জলদস্যু জাহাঙ্গীর বাহিনী বুধবার রাত ১১টা থেকে গতকাল ভোর ৫টা পর্যন্ত শতাধিক ট্রলারে হানা দিয়েছে। মুক্তিপণের দাবিতে কমপক্ষে ৪০ জেলেকে অপহরণ করেছে তারা। পাশাপাশি ট্রলারগুলো থেকে প্রায় কোটি টাকার ইলিশ মাছ লুটে নেয় দস্যুরা। জেলেদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। শরণখোলার মৎস্যজীবী নেতারা গণডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১ ও ২ আগস্ট বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া ও সুন্দরবনের কটকা এলাকা থেকে সাতটি ট্রলারসহ বিভিন্ন এলাকার ৫০ জেলেকে অপহরণ করেছিল। তারা মুক্তিপণ দিয়ে ইতোমধ্যে ফিরে এসেছেন বলে জানা গেছে। এদিকে জাতীয় মৎস্য সমিতির শরণখোলা উপজেলা শাখার সভাপতি মো. আবুল হোসেন জেলেদের বরাত দিয়ে জানান, বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় শরণখোলা, বাগেরহাট, পাথরঘাটা, পাড়েরহাটসহ বিভিন্ন এলাকার শতাধিক ট্রলার মাছ ধরছিল।

রাত ১১টার দিকে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা ফিশিং ট্রলারগুলোতে হানা দিয়ে জেলেদের মারধর করে। দস্যুরা ট্রলার থেকে প্রায় কোটি টাকার ইলিশ মাছ লুট করে ৪০ থেকে ৪৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। তবে জেলেদের মুক্তিপণ হিসেবে কত টাকা ধার্য করা হয়েছে তা জানা যায়নি। গণডাকাতির পর গতকাল সকাল থেকেই কোস্ট গার্ডের মংলা, শরণখোলা ও সাতক্ষীরার তিনটি টিম অভিযান শুরু করেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.