ভাগ্যিস রিজার্ভ ডে রয়েছে। না হলে ওয়ালটন প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগের ষষ্ট রাউন্ডের খেলাগুলো পরিত্যক্ত হতো। দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হতো পয়েন্ট। কিন্তু রিজার্ভ ডে থাকায় আজ দুটি খেলার বাকি অংশ এবং ব্রাদার্স ইউনিয়ন-কলাবাগান ক্রীড়া চক্রের পুরো খেলা অনুষ্ঠিত হবে। বৃষ্টির জন্য পুরো খেলা হতে পারেনি শেখ জামাল ধানমন্ডি-কলাবাগান ক্রিকেট একাডেমী এবং সিসিএস-খেলাঘর সমাজকল্যান সমিতির খেলা। অবশ্য বিকেএসপি-৩ নম্বর মাঠে বৃষ্টি বিঘি্নত ম্যাচে শেখ জামাল ৩৪ ওভারে আফগানিস্তানের গুলবদন নাইবের অপরাজিত ৯৯ রানে ভর করে ৮ উইকেটে ২০৫ রান করে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ৪০ ওভারের সিসিএস ২৪.১ ওভারে ৫ উইকেটে ৯৯ রান সংগ্রহ করে।
আফগানিস্তানের গুলবদন এবারই প্রথম খেলতে আসেন ঢাকায়। আফগানিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার গুলবদন নাইব শেখ জামালের পক্ষে মোহামেডানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেন। টর্নেডো গতিতে ব্যাটিং করে মাত্র ৫৪ বলে ৯৩ রানের ইনিংস খেলেছিলেন। গতকাল কলাবাগান ক্রিকেট একাডেমীর বিপক্ষে ৫ নম্বরে ব্যাট করতে নেমে ৬৮ বলে ৯৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। যাতে ছিল ৬টি চার ও ৮টি ছক্কা। গতকাল অসাধারন ব্যাটিং করলেও দুর্ভাগ্য সঙ্গী হওয়ায় দেখা মিলেনি সেঞ্চুরির। তারপরও তার ইনিংসেই ভর করে শেখ জামাল ৬.০৩ স্ট্রাইক রেটে ৩৪ ওভারে ২০৫ রান করে। একাডেমীর দেওয়ান সাবি্বর ৩৩ রানে নেন ৩ উইকেট। আজ কলাবাগান ক্রিকেট একাডেমী ২০৫ রানের টার্গেটে খেলতে নামবে। শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পয়েন্ট তালিকার দুই নীঁচু দল সিসিএস ও খেলাঘর। বৃষ্টিতে আউট ফিল্ড ভেজা থাকায় খেলা নির্ধারিত হয় ৪০ ওভারে। সিসিএস আগে ব্যাট করে ২৪.১ ওভারে ৫ উইকেটে ৯৯ রান তোলার পর বৃষ্টিতে খেরা বন্ধ হয়ে যায়। দলের পক্ষে চার ব্যাটসম্যান দুই অংকের রান করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।