ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য পুনঃ বিনিয়োগ তহবিলে আবেদনের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আবেদনের সময় বাড়ানো হলো। মূলত আশানুরূপ সাড়া না পাওয়ায় তদারকি কমিটি দ্বিতীয়বারের মতো সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (বিএসইসি) মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এ তথ্য জানান। প্রসঙ্গত, সরকার ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য স্বল্প সুদে ঋণ সহায়তা দিতে ৯০০ কোটি টাকার ফান্ড গঠন করে। তহবিলে প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা দেওয়া হলেও বিনিয়োগকারীদের অনীহায় পুরো অর্থ বরাদ্দ দেওয়া যাচ্ছে না।
এতে সরকারি প্রণোদনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় আবারও আবেদনের সময় বাড়ানো হলো।
নিম্নমুখী শেয়ারবাজার : সপ্তাহের প্রথম দিনে হরতালের লেনদেনে অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। গতকাল ঢাকা স্টক এঙ্চেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৮ পয়েন্টের বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৪৩ পয়েন্টের বেশি কমেছে।
ডিএসইতে ঊধর্্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও দিনশেষে ডিএসইএঙ্ ব্রোড সূচক ১৮ কমে ৪ হাজার ২৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৯৭ কোটি টাকার শেয়ার। লেনদেনকৃত ২৮৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দর। লেনদেনের শীর্ষে ছিল- গোল্ডেন সন্স, এনভয় টেঙ্টাইল, ডেল্টা লাইফ, প্যারামাউন্ট টেঙ্টাইল, সিভিও পিআরএল, জেনারেশন নেঙ্ট, বেঙ্গল উইন্সডোর, ডেল্টা স্পিনার্স, আরগন ডেনিমস্ ও গোল্ডেন হারভেস্ট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।