কুড়িগ্রামের রাজারহাটে জুয়া ও মাদকের আসর যেন বেপরোয়া হয়ে উঠেছে। ফলে এলাকায় চুরি ও ছিনতাই দিন দিন বেড়ে চলছে। আর এসব অপকর্মে জড়িয়ে পড়ছে স্কুল- কলেজের শিক্ষার্থীরাও। উপজেলার প্রায় এক ডজনের বেশি স্থানে জমজমাট জুয়ার আসর চলার তথ্য পাওয়া গেছে। হায়বৎখা কালির মেলা, নাওথোয়া, ডাংরারহাট বাঁধের রাস্তা, সিন্দুরমতি পুকুরের পূর্বে দুলালের ভাটারপাড়, বৈদ্যের বাজার, রতিগ্রাম টাওয়ারের পাড়, বানের কুটি, মন্দির, হায়বৎখা কালির মেলা, কিরানের দিঘির পাড়সহ এক ডজনেরও বেশি স্থানে প্রতি রাতে চলছে জমজমাট জুয়া ও মাদকের আসর। বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে জুয়া ও মাদকের আসর চলে আসলেও রাজারহাট থানা পুলিশ রহস্যজনক নীরবতা পালন করছে। এলাকাবাসীর অনেকে জানান, জুয়ার আসর চলার বিষয়ে বিভিন্ন সময় তারা থানায় মোবাইল করে জানালেও কোনো লাভ হয়নি। রাজারহাট থানার ওসি জানান, জুয়ার বিষয়টি আমি জানি না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।