আমাদের কথা খুঁজে নিন

   

ইবিতে চাকরির দাবিতে আবারও বেপরোয়া ছাত্রলù

চাকরির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের তাণ্ডব থেমে নেই। ক্যাম্পাস অস্থিতিশীল করাকেই তারা চাকরি পাওয়ার একমাত্র উপায় হিসেবে বেছে নিয়েছে। এ দাবিতে গত এক বছরে ছাত্রলীগের চাকরি প্রত্যাশীরা অন্তত পাঁচবার ভাঙচুরসহ বিভিন্নভাবে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় গতকালও তারা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করে। নেতা-কর্মীসহ বহিরাগত চাকরি প্রত্যাশীরা গতকাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিমের কক্ষে তালা দেয়। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকও অবরুদ্ধ করে রাখে।

সূত্র মতে, বেলা সাড়ে ১২টার দিকে ইবি ছাত্রলীগের চাকরি প্রত্যাশী একটি গ্রুপ বহিরাগত যুবকদের নিয়ে প্রশাসন ভবনে প্রবেশ করে। তারা চাকরির দাবিতে ভিসি অফিসে তালা দিয়ে রাখে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রউপদেষ্টা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। বেলা দেড়টার সময় ছাত্রলীগের চাকরিপ্রত্যাশীরা একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্ভূত পরিস্থিতিতে প্রক্টরিয়াল বডি, পুলিশ প্রশাসন ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেন। দুপুর ২টায় ক্যাম্পাস হতে কুষ্টিয়া ও ঝিনাইদহসহ বিভিন্ন রুটের গাড়ি বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা এ সময় চরম বিপাকে পড়েন। সূত্র জানায়, সামনের সিন্ডিকেটে ছাত্রলীগের নেতা-কর্মীসহ বহিরাগত যুবকদের চাকরি দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। ইবি ছাত্রলীগের আহ্বায়ক শামীম হোসেন বলেন, এসব ঘটনার সঙ্গে বহিরাগতরা জড়িত, ছাত্রলীগের নেতা-কর্মী জড়িত নয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, কিছু চাকরিপ্রত্যাশী এডহক ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে চাকরির দাবি করেছিল কিন্তু কোনো অনিয়মের আশ্রয় নিয়ে চাকরি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.