জৈনপুরী পীর আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, ধর্মীয় জ্ঞান ও বিশ্বনবীর আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে আজ মানুষ অশান্তির মধ্যে রয়েছে। যাদের ধর্মীয় জ্ঞান ও কোরআন হাদিসের আলো নেই তারা দিশাহারা পথিক। গতকাল লালমাটিয়ার মোহাম্মদপুর আদর্শ ইসলামী মিশন মাদ্রাসা ও জৈনপুরী দরবার শরিফ কমপ্লেঙ্ েজৈনপুরী পীরের লেখা মারেফাতে রাহমানিয়া মাওয়ায়েজে মাহবুবিয়া এবং আ'মালের অমূল্য ভাণ্ডার নামক বই প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জাতিকে সত্যের সন্ধান ও মুক্তির দিশা দিতে এই বই প্রকাশ করা হয়েছে। মানুষ যতদিন কোরআন হাদিসের আলো গ্রহণ ও বিশ্বনবীর (সা.) আদর্শ ধরতে না পারবে ততদিন অশান্তি ও দুঃখ-কষ্ট থেকে মুক্তির উপায় নেই।
ডেসকোর জিএম আলহাজ মো. সফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ সফি-উদ-দীন, আলহাজ শাহাব উদ্দিন, হাজী আবদুস সাত্তার, ডা, খলিলুর রহমান প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।