মোমার্ত
রেজিস্ট্রেশনের পর ঘুরে ঘুরে অন্যদের ব্লগবাড়ি পরিদর্শন শুরু করলাম। চমতকার সব লেখা - সিরিয়াস, ফানি, শিক্ষামূলক, জনগুরুত্বপূর্ণ ... সব ধরণের। ঘুরে ঘুরে পড়ি আর শোকেস ভর্তি করি। এই করে বহু লেখা শোকেসে ঢুকিয়ে ব্লগটা বেশ লম্বা বানিয়ে ফেলছি। কত লম্বা করা যায় জানি না।
ভয় হয় কবে জানি সব ভ্যানিশ হয়ে যায়!
তো ঘুরাঘুরি করতে গিয়া দেখি আমার কথাবার্তায় (এসএমএস, ইমেইল, ফোন ... এমনকি আড্ডার কথাবার্তা) সামু'র ব্লগারদের লেখা থেকে চয়নকৃত অদ্ভুত সব শব্দ এবং বানান ঢুকে গেছে। পয়লা বুঝলাম সেদিন বাসায় আফটার ডিনার মিটিং-এ।
১.
ডিনারে জম্পেশ খাওয়ার পর কিছু মুরুব্বী রাজনীতি নিয়া তুমুল বাহাসে লিপ্ত হল। আমি অনেকক্ষণ চুপ করে শোনার পর আস্তে করে মন্তব্য করলাম, "বিয়াফক গিয়ানি আলুছানা" - সবাই কথা থামায়া অবাক হয়ে তাকালো আমার দিকে। কোন বেয়াদপি কথা বলি নাই এইটা ওনাদের বুঝাইতে আমার ঘাম বের হওয়ার জোগার!
২.
একটা ইনফরমেশন পাওয়ার পর ফোনে এক বন্ধুকে -
আমি: ওক্কে, এখন রাখি ... ধইন্যা
বন্ধু: কি কইলি?
আমি: না মানে ধন্যবাদ দিলাম।
৩.
আরো কিছু ঘটনা আছে যেখানে নিচের শব্দগুলো প্রাসঙ্গিক কথায় চলে আসছিল এবং আসে। পোষ্ট এম্নিতে লম্বা হচ্ছে দেখে সংক্ষেপে বলছি -
ক. ঝাতি ঝানতে ছায় - আড্ডায় কেউ কিছু একটা ফাঁস করতে না চাইলে বলি;
খ. বিয়াফক মজা পাইলাম। আপনারে পিলাচ++++ - কারো মজার কথা শুনে;
গ. লুল - এইটা বেশ ব্যবহার হয়। ৪/৫দিন আগে গ্রীণ রোড দিয়া যাওয়ার সময় এক লোককে হা করে এক অল্পবয়সীনির দিকে তাকিয়ে থাকতে দেখে বল্লাম, ভাই, লুলামি কইরেন্না ...
ঘ. কোবতে - এক পরিচিত সুশীলকে বলেছিলাম, শুনে নাক কুঁচকাইছিলেন;
ঙ. গদাম সহকারে মাইনাচ - মাঝে মাঝে টক শো ও বাংলা সিরিয়াল দেখতে বসলে। আবার টাইগারদের খেলা দেখার সময় (এইবার বাংলাওয়াশ-এর সময় কিউইদের বলছি )
চ. চ্রম খ্রাপ - সেলফোনের টেক্সট মেসেজ'এ প্রায়ই লিখি;
ছ. তোমার খপর কি জেডা? - মামু বলার বদলে জেডা।
ভিন্নরকম বানান ও শব্দের জন্য অনেক লেখার মধ্যে এই আফসুসিত পুরান লেখাটা এবং এই লেখাটি মজা লেগেছে।
এটুকুই, তবে ভবিষ্যতে আপডেট হতে পারে। সবাই ভাল থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।