আমাদের কথা খুঁজে নিন

   

মহিলা সমিতি থেকে গ্লোব থিয়েটার

এ বছর ২৯ জুলাই ঢাকা থিয়েটারের ৪০ বছর পূর্তি হলো। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই থিয়েটারের প্রাণপুরুষ ছিলেন প্রয়াত নাট্যকার সেলিম আল দীন। ১৮ আগস্ট তাঁর জন্মদিন। এ উপলক্ষে নানা অভিজ্ঞতার একটি বর্ণিল রেখাচিত্র তুলে ধরেছেন ঢাকা থিয়েটারের কর্ণধার নাসির উদ্দীন ইউসুফ ঢাকা থিয়েটারের প্রথম নাটক মঞ্চায়ন ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে, ১৯৭৩ সালের ৯ নভেম্বর। নাটক সংবাদ কার্টুন এবং সম্রাট ও প্রতিদ্বন্দ্বীগণ।

এরপর ব্রিটিশ কাউন্সিল হয়ে মহিলা সমিতি। তারপর তো সেলিম আল দীনের হাত ধরে বাংলাদেশের গ্রামে গ্রামে গ্রাম থিয়েটারের শুভযাত্রা। দর্শনীর বিনিময়ে নিয়মিত দেশজ মৌলিক নাট্যচর্চার লক্ষ্যে ১৯৭৩-এর ২৯ জুলাই একদল মুক্তিযোদ্ধা ঢাকা থিয়েটার গঠন করেন। সেলিম আল দীন, ম. হামিদ এবং আমাকে আহ্বায়ক করে ঢাকা থিয়েটারের যাত্রা শুরু। পরে অবশ্য এই ৪০ বছরেও কোনো নতুন কমিটি হয়নি এবং পুরোনো কমিটির অস্তিত্ব নেই।

থিয়েটার করাটা মূল লক্ষ্য যেখানে, কমিটি দিয়ে কী হবে? কোনো কমিটি ছাড়া ৪০ বছর অতিক্রম করল ঢাকা থিয়েটার। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।