আজ দুুপুর আড়াইটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলতি সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে। আজকের এই ম্যাচে যে জিতবে সে দল সিরিজে দৃঢ় অবˉহানে থাকবে।
গত ম্যাচে সাকিবের সেঞ্চুরি, রাজ্জাকের ৫ উইকেট, দুইটি সাফল্য আজকের ম্যাচে বাংলাদেশের সামনে প্রেরণা। ওদিকে জিম্বাবুয়ে ভুগছে ইনজুরির সমসায়। প্রথম ম্যাচে ইনজুরিতে পরে দলের অধিনায়ক উৎসেয়া আর দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান টাইবু।
সম্ভবত এই সিরিজে তাদেরকে আর মাঠে দেখা যাবে না।
তবে খেলাটি যেহেতু ক্রিকেট তাই আগে ভাগে কোন কিছুই অনুমান করা সম্ভব নয়।
আমরা আশা করব আমাদের সাকিব বাহিনী গত ম্যাচের মতো এই ম্যাচেও তাদের সেরা নৈপুর্ন দেখিয়ে ম্যাচে জয় লাভ করে সিরিজে দৃঢ় অবস্থানে পৌঁছবে।
শুভ কামনা রইল বাংলাদেশ টাইগারদের প্রতি। আশা করি তারা দেশবাসীকে নিরাশ করবে না।
শুভ কামনা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।