The Last cycling route of Click This Link Dost Mohammad Khan (সবুজ ভাই) যাত্রা শুরু : হিরাঝিল, গুলশান ব্রিজ সন্ধ্যা ৭ :০০ টা পথ দিতে হবে পাড়ি : মোট ( যাওয়া ও আসা ) আনুমানিক কিমি ৫০ কিমি গতিঃ সর্বোচ্চ ২০ কিমি প্রতি ঘণ্টায় সর্বনিন্ম ১৫ কিমি প্রতি ঘণ্টায় অভিজ্ঞতা : একদিনে কমপক্ষে ৫০ কিমি সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে । যাত্রাপথঃ হিরাঝিল, গুলশান ব্রিজ > কুড়িল > খিলেক্ষেত > কনকর্ড লেক সিটি > ইছাপুরা বাজার > বড় মুশুরী > টান মুশুরী > রুপগঞ্জ ফেরীঘাট > আমুলিয়া > নন্দী পাড়া > বাসাবো বৌদ্ধ মন্দির যাত্রা বিরতি: ইছাপুরা বাজারে তরমুজ বিরতি ( Dost Mohammad Khan (সবুজ ভাই) যেখানে তরমুজ খেয়েছিলেন, বিরতি সময়: ২০ মিনিট ব্রিজের কাছে: ১০ মিনিট বড় মুশুরী: যেখান থেকে Dost Mohammad Khan (সবুজ ভাই) ভাই বিদায় নিয়ে ছিলেন, এখানে উনার জন্য দোআ করা হবে ,বিরতি সময়: ১০ মিনিট যাত্রা শুরু করার আগে নিজ দ্বায়িত্তে অবশ্যই সাইকেল ভালো ভাবে পরীক্ষা করবেন। সাথে নিতে হবেঃ ১। সাইকেলের হেড ও টেল লাইট ২। হেলমেট ৩। রেইন কোট / পাঞ্চ (যদি বৃষ্টিতে ভিজতে চান তা হলে দরকার নাই) ৪। পলিথিন/জিপলক ব্যাগ ( মোবাইল ও মূল্যবান সামগ্রী বৃষ্টি থেকে রক্ষার জন্য) ৫। সাইকেল সারানোর যন্ত্রপাতি ৬। পানির বোতল খরচ : নাস্তা প্রয়োজনে যোগাযোগঃ আবু বকর সিদ্দিকঃ ০১৭১-৪৪৪৪-৩৩০ তাহসিন শাহেদ : ০১৬১০-৫৫৫৫০০ রবিউল হাসান খান মনা : ০১৭১১-২৭৭২৫০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।