কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
চাঁদের সাথে হলো কথা , চাঁদ বলেছে অমাবশ্যায় ভালো থেকো ।
হয়েছে কথা তারার সাথে , সে বলেছে অনন্তকালের সাথী হবো ভালো থেকো ভালো থেকো।
সূর্যের সাথে কথা বলে ভালো থাকার কথা হলে , রাত্রের আগে বিদায় নিল । প্রকৃতির সাথে কথা হলে , সব ঋতুর কালে পত্র শাখার বিস্তিৃতে ভালো থাকার কথা হলো।
যখন তোমার সাথে কথা হলো, দূর্ঘটনায় কবলীত হলাম। আত্মায় পরীতৃপ্ত না হয়ে , হয়ে গেলাম পুরুষ বেশ্যা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।