আমাদের কথা খুঁজে নিন

   

খাগড়াছড়িতে বিস্ফোরকসহ ৪ চাকমা যুবক আটক এবং রাঙ্গামাটির লংগদুতে ৬ টি আগ্নোয়াস্ত্র ও বিপুল পরিমানে গুলি উদ্ধার

furamoon@gmail.com

লংগদু থেকে উদ্ধার করা অস্র ও গোলা-বারুদ খাগড়াছড়িতে বিষ্ফোরক দ্রব্যসহ ৪ চাকমা যুবককে আটক করেছে পুলিশ খাগড়াছড়িতে বিষ্ফোরক দ্রব্যসহ ৪ চাকমা যুবককে আটক করেছে আইন শৃংখলা বাহিনী। পুলিশ জানায়, আজ শুক্রবারজেলা সদরের জিরোমাইল এলাকা থেকে কলিন চাকমা (১৯), সুখি ধন চাকমা (১৮), তপন বিকাশ চাকমা (১৯) ও অরুন বিকাশ চাকমা (১৯) কে আটক করা হয়েছে। আটককৃতরা খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। জিরোমাইল এলাকায় চেক পোষ্টে যাত্রীবাহী বাস চেককালে তাদের সন্দেহ হলে আটক করে। এ সময় তাদের নিকট থেকে তরল জাতীয় বিষ্ফোরক দ্রব্য সহ বিভিন্ন সন্দেহ জনক বস্তু উদ্ধার করা হয়।

রাঙ্গামাটির লংগদুতে গহীন অরণ্যে সেনা অভিযান সন্ত্রাসী আস্তানা ধ্বংস, ৬ টি আগ্নোয়াস্ত্র ও বিপুল পরিমানে গুলি উদ্ধার লংগদুর গহীন অরণ্যে লংগদু সেনা জোন অভিযান চালিয়ে সন্ত্রাসীদের একটি আস্তানা ধ্বংস করে দিয়েছে। আস্তানা থেকে ৬ টি অস্ত্র ও বিপুল পরিমার ৮১ রাউন্ড গুলি ৬ টি বাউন্ডলিয়ার ৬টি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে বিদেশী কাটা রাইফেল ১, পাইপ গান-১, থ্রি নট থ্রি রাইফেল-১, চাইনা পিস্তল-১, একনলা বন্দুক-২। এছাড়া উদ্ধার কৃত গুলি গুলোর মধ্যে রয়েছে চাইনিজ পিস্তলের গুলি-১৪ রাউন্ড, বন্দুকের গুলি ৩৭ রাউন্ড, থ্রি নটি থ্রি ৩০ রাউন্ড, বাউন্ডলিয়ার-৬ টি। লংগদু থানা সুত্র জানায়, গতকাল ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু সদর জোন দুটি সেনা গ্রুপ লংগদু সদর উপজেলার কাঠালতলী এলাকায় গভীর জঙ্গলে এ অভিযান চালায়।

এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আস্থানা ছেড়ে পালিয়ে যায়। সেনাবাহিনী দুদিক থেকে আস্থানাটিকে ঘেরে ফেলে পরে তারা আস্তানায় গিয়ে অস্ত্র ও গোলাবারুদ্দ গুলো উদ্ধার করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.