আমাদের কথা খুঁজে নিন

   

নিলুফার ইয়াসমিনের কয়েকটি গান...

জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু"

আমার পছন্দের কিছু কিছু শিল্পী আছেন যাদের কোন গান পেলে চোখ বুঁজে কিনে নেই। সর্বজন শ্রদ্বেয়া প্রয়াত নিলুফার ইয়াসমিন তেমনই একজন শিল্পী।কি ফিল্মের গান, কি আধুনিক, নজরুল গীতি অথবা কীর্তন সর্বত্রই উনি সফলতার সাক্ষর রেখেছেন। তার অসংখ্য গান থেকে কয়েকটি চমৎকার গান আপলোড করেছি। কারও পছন্দ হলে এগুলো ডাউনলোড করতে পারেন। পথের শেষে অবশেষে জীবন সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু এতসুখ সইব কেমন করে ডি,এল রায়, রজনীকান্ত,অতুলপ্রসাদ এর গান আমাদের দেশের অনেক শিল্পীই গেয়েছেন।কিন্তু কেউই নিলুফার ইয়াসমিনের মত করে কালজয়ী এই গানগুলো গাইতে পারেননি। আজি নুতন রতনে ভুষনে যতনে যদি তোর হৃদ যমুনায় দেখ মা এবার দুয়ার খুলে শুনাও তোমার অমৃত বানী তুমি দিলে দুঃখ অভাব তোর কালো রুপ দেখতে মা গো (বিঃ দ্রঃ গানগুলো মুছে দেয়া হয়েছে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।