আমাদের কথা খুঁজে নিন

   

সংসদীয় আসনের চূড়ান্ত গেজেট জুনে

রোববার প্রস্তাবিত সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তি আবেদনের শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন।
গত ৬ ফেব্রুয়ারি বিদ্যমান ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৮৭টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করে।
এ নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। এসময় কয়েকশ আবেদন জমা পড়ে।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, “দাবি-আপত্তি দেওয়া বিভাগীয় পর্যায়ের সবার আবেদন শুনেছি আমরা।

এখন সবকিছু পর্যালোচনা করে আগামী মাসে চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ করা হবে। ”
গত ২৩ এপ্রিল থেকে রোববার পর্যন্ত শুনানি চলে।
রোববার শুনানিতে অংশ নিয়ে জাতীয় সংসদের পুরানো সীমানা বহাল রাখার দাবি জানান ঢাকার সংসদ সদস্যরা।
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও এই আসনের সংসদ সদস্য হুসেইন মুহাম্মদ এরশাদের পক্ষে নির্বাচন কমিশনে শুনানিতে অংশ নিয়ে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার ২০০৮ সালের সীমানা বহাল রাখার পক্ষে মত দেন।
সীমানা পুনর্বহালের দাবি জানান ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার প্রমুখ।


শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
এ বছরের ২৫ অক্টোবর থেকে আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নিরবাচনের কথা রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.