আমাদের কথা খুঁজে নিন

   

কুরবানীর টাকা যারা দুস্থদের জন্য ব্যয় করতে বলে তারা পূজার সময় চুপ কেন?



কুরবানীর সময় কিছু তথাকথিত মানবতাবাদী হুক্কা হুয়া শুরু করে যে, কুরবানীর জন্য টাকা খরচ না করে তা দুর্যোগ আক্রান্ত বা দুস্থ লোকদের জন্য খরচ করার পরামর্শ দেয়। কিন্তু এই যে পূজা উপলক্ষে কোটি কোটি টাকা খরচ করে আলোকসজ্জা , তোরণ ইত্যাদি তৈরী করে। এ তোরণ আলোকসজ্জা কোন কাজেই আসে না। আর দূর্গা পূজা তাদের ধর্মীয় কোন বিশেষ অনুষঙ্গ নয়। এটা কথিত রাজা কংস তার ধন সম্পদ প্রদর্শনের জন্য পালন করে আর সেই থেকে এটা প্রচলিত হয়ে আসছে।

অথচ কুরবানী ইসলাম ধর্মের অন্যতম অনুষঙ্গ । যা ওহীর মাধ্যমে নাজিলকৃত। আর কুরবানীর টাকায় জবাই করা পশু খাওয়া হয় এবং একটা অংশ গরীবদের মধ্যে , দুস্থদের মধ্যে বিতরন করা হয়। তাহলে দেখা গেল কোন অর্থই অপচয় হচ্ছে না। আমাদের কুরবানী ও পালন হয় কোন অর্থই অপচয় হয় না।

দুস্থ ও গরীবদেরকে ও সাহায্য করা হয়। কিন্তু পূজার সকল অর্থই অপচয় হয়। কারন ওই তোরণ গরীবদের কোন কাজেই লাগে না। আর আলোকসজ্জা গরীব অসহায়দের কোন কাজে আসেনা বরং এটা বিদ্যুতের বড় ধরনের অপচয়। তাই পূজার অর্থ গুলো গরীব এবং দুস্থদের মধ্যে বিতরন করাই যুক্তিযুক্ত এবং উৎকৃষ্ট সিদ্ধান্ত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.