আমাদের কথা খুঁজে নিন

   

গায়ে কাঁচা মাটির গন্ধে যে নারীর রাত ভোর হয় ।।

সাফকথা

নারী বহুরুপী। এ কথাটি আমরা যারা বিশ্বাস করি তাদের অনেকেই নারীর বহুরুপের ধরন না জেনেই বিশ্বাস করি। অথবা প্রতিনিয়তই দেখে যাই দু চোখ মেলে তবুও যেনো দেখা হয়না- চোখ এড়িয়ে যাই... প্রতি দিন মাকে দেখি অথচ ভাবা হয়না তিনিও একজন নারী....! নারীর রুপ- নারীর ভালোবাসার কাছে যুগে যুগে শুধু কবি সাহিত্যিকরাই নয় হার মেনেছেন পৃথিবী বিখ্যাত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যদিও যুগে যুগে নারীদের মধ্যে অনেকেই উজ্জল দৃষ্টান্ত রেখে ধন্য করে গেছেন এই পৃথিবীকে অধিকাংশের মধ্যেই তাদের চর্চা তেমন উল্লেখযোগ্য ভাবে দেখা যায়না বরং নারীদের প্রতি কামুক দৃষ্টি অধিক প্রাধান্য পেতে দেখা যায়। এমন দৃষ্টিভঙ্গী আমাদের দৈন্যতাকেই বার বার সামনে তুলে আনে।

খুব বেশী দূরে যেতে হবেনা- আমাদের ইলেক্ট্রনিক মিডিয়া গুলোতে চোখ রাখলেই দেখা যাবে কেমন নির্লজ্জ ভাবে নারীর রুপ আর সৌন্দর্য বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে পণ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে। টিভির পর্দায় টুথপেষ্ট সাবান কংবা মোবাইল ফোনের বিজ্ঞাপনে পণ্যের চাইতে নারীটিকেই উপস্থাপনের প্রাধান্য বেশী লক্ষ করা যায়। যেই বাংলাদেশ পারিবারিক বন্ধন আর মাতৃত্বের এক আজব দৃষ্টান্ত তুলে ধরেছে যুগ যুগ ধরে পৃথিবীর কাছে। তার মূলে যার ভূমিকা সে একজন নারী- তিনি বাংলার মা। বাংলার নারীর মাতৃত্বের কল্যাণেই আজো আমাদের সংসার অনেক সীমাবদ্ধার পরেও তথাকথিত ভোগে উৎকৃষ্ট দেশ গুলোর চাইতে পারিবারিক ভাবে সুখী।

সেই নারীর প্রতি ভুল দৃষ্টিভঙ্গী আর ভুল পথে পরিচালনার ফসল হিসেবে আজ আমাদেরকে পেতে হচ্ছে- পরকীয়া প্রেমের ভয়ানক কুফল মায়ের হাতে নিজ সন্তান হত্যার মতো ঘটনা! এর জন্য যতটা না নারী দায়ী তার চাইতে অনেক অনেক বেশী দায়ী আমরা পুরুষরা। আমি সেই বিতর্কে না যেয়ে আসল কথায় আসতে চাই। আজ আমি এই বাংলাদেশেরই একটি জনপদের কঠোর পরিশ্রমী নারীর দৃষ্টান্ত তুলে ধরার চেষ্টা করছি। দেশের সর্বোত্তর জেলা পঞ্চগড় ও ঠাকুরগাও জেলার এই নারীদেরকে স্বচক্ষে না দেখলে কেউ ভাবতে পারবেনা যে দেশের উৎপাদনে এদের ভূমিকা কতটুকু। আমার কাছে মনে হয়েছে এ অঞ্চলের পুরুষ মানুষগুলো বেশ অলস- নারীরা শারিরীক পরিশ্রম না করলে থেমে যেতো এ অঞ্চলের কৃষি উৎপাদন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.