আমাদের কথা খুঁজে নিন

   

চীনের জিয়ানে এশীয় ইন্টারনেট সম্মেলন

এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) উদ্যোগে চীনের স্যানক্সি প্রদেশের জিয়ান সিটিতে ‘এপনিক ৩৬ কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। আগামী ২০ আগস্ট এ সম্মেলন শুরু হবে। ১০ দিনব্যাপী এ এপনিক সম্মেলন চলবে ৩০ আগস্ট পর্যন্ত। এর মধ্যে ২০-২৪ আগস্ট অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ কর্মশালা।

এ ছাড়াও ২৫-৩০ আগস্ট অনুষ্ঠিত হবে মূল সম্মেলন।

সম্মেলনে আইপিভি(৬), নেটওয়ার্ক সিকিউরিটি, ডিএনএস সিকিউরিটি এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এশিয়া প্যাসেফিক অঞ্চলের ইন্টারনেট ও নেটওয়ার্ক বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকেরা এ অঞ্চলের ইন্টারনেটের ভবিষ্যত নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করবেন। এপনিকের সহযোগিতায় এ সম্মেলনে বাংলাদেশ থেকে তিনজন প্রতিনিধি অংশ নেওয়ার কথা আছে।

এপনিকের এ সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে চায়না মোবাইল, চায়না ইউনিকম, চায়না টেলিকম, গুগল, ইন্টারনেট সোসাইটি, আইপিটিপি নেটওয়ার্কস, নেটওয়ার্ক স্টার্টআপ রিসোর্স সেন্টার (এনএসআরসি) ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। সম্মেলন সম্পর্কে বিস্তারিত তথ্য (http://conference.apnic.net/36) এ সাইটে পাওয়া যাবে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।